সাম্প্রতিক বছর সমূহের প্রধান অর্জনসমূহ:
ইউআরসি স্থাপনের পর হতে প্রাথমিক শিক্ষার গুনগতমান নিশ্চিত করার লক্ষে কাজ করছে। প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলদ্ধি করে বর্তমান সরকার সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষার নিশ্চিত করণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে একাডেমিক তত্ত্বাবধান ও মনিটরিং একান্তপ্রয়োজন, যা উপজেলা পর্যায়ে উপজেলা রিসোর্স সেন্টার সুচারুভাবে পালনকরছে । নিম্নে সাম্প্রতিক বছর সমূহের বিশেষ বিশেষ অর্জন সমূহ নিম্নে উল্লেখ করা হলো।
১। উপজেলার সকল শিক্ষককে বিষয়ভিত্তিকসহ অন্যান্য প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যার মাধ্যমে শিক্ষকগণ পেশাগত দক্ষতা অর্জন এর মাধ্যমে শিখন শেখানোর কার্যক্রম পরিচালনার সঠিক পদ্ধতি ও বিভিন্ন কৌশল প্রয়োগে দক্ষ হয়েছে।
২। শিক্ষকগণকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পাঠ সংশ্লিষ্ট উপকরণের চাহিদা শনাক্তকরণ, উপকরণ সংগ্রহ, তৈরি , ব্যবহার ও সংরক্ষণে দক্ষ করে গড়ে তোলা হয়েছে।
৩। বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে শ্রেণিকক্ষে বিষয়ভিত্তিক ও ডিপিএড প্রশিক্ষণের যাথাযথ বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন হচ্ছে কিনা তা তদারকির মাধ্যমে শিক্ষকদের পেশাগত উন্নতি সাধন করা হয়েছে।
৪। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ ও অন্যান্য তথ্য সংবলিত ডাটাবেজ তৈরি ও সংরক্ষণ করা হয়েছে।
৫। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যালয়ের সাথে সমাজ সম্পৃক্ততার মাধ্যমে বিদ্যালয়ের মালিকানাবোধ সৃষ্টি করা হয়েছে।
৬। প্রধান শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে একাডেমিক লিডার তৈরির মাধ্যমে বিদ্যালয় ব্যবস্থাপনা ও শ্রেণি ব্যবস্থাপনায় শিক্ষক যোগ্যতার প্রয়োগ নিশ্চিতকরণে সহায়তা করা হয়েছে।
৭। বিদ্যালয়ের পাক্ষিক সভার মাধ্যমে প্রাপ্ত চাহিদাগুলোকে অগ্রাধিকারের মাধ্যমে বিন্যাস করে চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার লিফলেট তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন করে তা বাস্তবায়ন,পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রেরণের মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা হয়েছে।
৮। বিদ্যালয়গুলোতে টিএসএন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নের ফলে শিক্ষকদের পেশাগত দক্ষতার উন্নয়ন এবং শ্রেণিকক্ষে শিখন শেখানো কার্যক্রম মানোন্নায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
৯। কোভিড -১৯ মহামারিতে অনলাইন শ্রেণিপাঠদানসহ সংসদ টিভিতে পাঠদান, বাংলাদেশ বেতারের এফ.এম রেডিও এবং হোম ওয়ার্ক এর মাধ্যমে পাঠদানে শিশুদের অংশগ্রহণ নিশ্চিতকরণে অত্র ইউআরসির কর্মকর্তাগণ অবদান রাখছেন।
১০। প্রতিটি পরিদর্শনে বাল্য বিবাহ, শুদ্ধাচার, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সহিত মতবিনিময় করা হয়েছে।
এছাড়াও ইন্সট্রাক্টর বিভাগীয় কর্মসম্পাদনের পাশাপাশি জাতীয় ইস্যুতে সরকার কর্তৃক বিভিন্ন আদেশ, নির্দেশ, সভা, সেমিনার, র্যালি এবং আলোচনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে সরকারের ভিশন২০৪১ বাস্তাবায়নে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস